আঙুলে আঙুলে সেলাই করো ভালোবাসার কথামালা
দুটি হাতে হাত রেখে শোনো শব্দের খেলা
মেলুক ডানা কথার ঝাঁপি ঘুম ভাঙ্গানো সুর
আলতো ছোঁয়া অল্প আদর ভালোলাগা এতো সুমধুর।
জানো নাকি রাত পোহালে আশা জেগে উঠে
সন্ধ্যা সাজে বধূর বেশে সূর্য জাগে পাটে
একটা কি সুর গুনগুনিয়ে সুখের আবেশ তোলে
ভালোবাসা ডাক দিয়েছে ভালোবাসার কোলে।
শুনতে কি পাও হৃদ মাজারে কে যেন গান করে,
বন্ধ বুকে অন্ধ চোখে বেটোফেন সুর তোলে
আকাশ কেন দিগন্তেতে জড়িয়ে থাকে সব ভুলে
তোমার কাছে আসবো বলে আবীর মেলে ধরে।
জড়িয়ে রাখো হাতটি আমার ভীষণ শক্ত করে
এলিয়ে দিয়ে মাথা তুমি আমার বাহুডোরে
আস্তেধীরে এগিয়ে চলো ডাকছে মহাসমুদ্দুর
তুমি থাকো আমিও থাকি ভালোবাসার পথটি বহুদূর।


রুবু মুন্নাফ
০৭-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।