(লিখনকাল- দ্বি-প্রহর, ০৭.০৭.২০১৪ ইং,)


এলোমেলো কিছু দিন ছিলো
সুদৃঢ় কিছু ভুলছিল,
এলোমেলো কিছু হুলছিল
বাক্য বিশেষনে গুলছিলো-


নীল পরী তনয়ায় হুঁশ ছিলো
সুরহীন ভালোবাসায় কেমন সুরছিলো !


মাহুত বন্ধু মহুয়ায় ঢুলছিলো
মাতাল হাওয়ায় কিছু মজছিলো |


অবশেষে,


প্রেম-তীব্র-আকাঙ্খায় কি ভুলছিলো ?
অথবা,
             পরিবেশ উপাত্ত সূচনায়
             কেবল গুড়েবালি গুলো,
             চোরাবালিতে ঝরছিলো ?


বিষাক্ত ক্যাকটাস চোর ছিলো;
ভুল করে, কি ভূলে, প্রিয়া তাতে ডুবছিলো ;


ইষ্টকখন্ড গুলো বাহু-বলিন্দ আকাঙ্খায়ই জুড়ছিলো -
সিমেন্ট পেস্ট তবে অবিশুদ্ধ আলিঙনে ঢুলছিলো |