(লিখনকাল- দ্বি-প্রহর, ০৭.১৫.২০১৪ ইং)


আজি হেমন্ত সুপ্রভাতে
ভাবিতেছি কতকাল, ভাবিয়া-ভাবিয়া-
দিবাকাল কিবা সায়াহ্ন – কাল
শেষে নিয়ত রাত্রিকাল |


চতুর্দিকে স্নিগ্ধ-উজ্জল সূর্য প্রতিফলনে
আম গাছ খানির চকচকে
পাতায়-পাতায়, বাতাসের মৃদু আলিঙনে
বুঝি বিশ্রামকাল ।


বাহির হইয়া আসা চাপ-চাপ
গভীর নিঃশ্বাসে
গত এবং অনাগত দিবসের
ক্লান্তির ডিসচার্জ অথবা পরিবর্তী মোক্ষন ।


আজি শিকড় গজানো সকালের
স্নিগ্ধতায় আমরা কতক শ্রান্ত প্রাণ
শ্রান্তি-মুক্তি প্রত্যাশায় সমাগত ;
অথবা ভুলিয়া থাকার বাহানা ।


কবিতায় ডুবিয়া থাকি
ডুবিয়া, ডুবিয়া জল খাওয়া নয়
রীতিমতো পরিকল্পিত ডুবিয়া যাওয়া
মৃদু, মন্থর, মন্থনে –


কতক বৃদ্ধ-যুবা-শিশুর
সমাগত সমাবেশে এবং উচ্চ-অট্টহাসিতে
যোগ দিবারসামর্থ বা বাসনায়
সাহসী কেউ বুঝি থেকে থাকে -


তবে,
আইসো হে ! আইসো হে !
আরও কতক পদ এখনও অপূর্ণই রহিয়া গিয়াছে ;
আলান আহ্বান !