বলছে দাদু চুল টা টেনে,
কীসের এতো ফুর্তি মনে?
সবাই কেন করছে মাথা বেল?


বলছি দাদু ভীষণ গরম
মেজাজটা তাই হচ্ছে চরম
কোথায় পাবো ঠাণ্ডা মাথার তেল?


লকডাউনে দেশ কী চলে?
কোথাও তো তেল নাহি মেলে
চুল ফেলে তাই হলাম টাকলা বেল।


এবার দাদু চুল নাহি পায়
ধরলো টেনে কান
মনে তাহার ফুর্তি বেজায়
মুখে গুজিলো পান।


পিক গলিয়ে বলছে দাদু
শোন রে ওরে শোন
এবার তবে বুঝবি তোরা
বেলের কিবা গুন।


গরম থেকে বাঁচবি বলে
হয়ে গেলি ন্যাড়া,
তেল দিয়ে যা টাকলা মাথায়
রোদ যে ভীষণ কড়া।


বলছি দাদু এ কোন জ্বালা
মনে ভীষণ শোক,
টাকলা বলে টিটকারি দেয়
বন্ধু বাড়ির লোক।


সকাল দুপুর সন্ধ্যারাতে
দিচ্ছি টাকে তেল,
তবুও সে যে তেলতেলে নয়
খসখসে কদবেল।


বিছানা কিংবা গোসলখানায়
তোয়ালে, জামা, মশারি টানায়
লাগছে যে অদ্ভুত।
চুল হারিয়ে বুঝিনা সে আজ
বেল নাকি চুম্বক।