স্বপ্নে বিভোর উদাস হাওয়া,
গোধূলির রঙ গুলি,
স্বপ্নে বিভোর একলা এ মন
ক্যানভাসে রঙ তুলি।


স্বপ্নে বিভোর বাগান জুড়ে
টগর জবা জুঁই,
ঘ্রাণ ছড়িয়ে বলছে বেলি
একটুখানি ছুঁই?


স্বপ্নে বিভোর ঝি ঝি পোকা
সাঁঝের অনুরণনে,
দম থামিয়ে করছে আড়ি
সন্ধ্যে তারার সনে।


স্বপ্নে বিভোর তোমার দেখা
পূর্নিমার ঐ চাঁদ,
স্পর্শ কাতর আমার হাতে
তোমার রাখা হাত


ঘোর আঁধারে জোনাক জাগে
রঙিন আলোর পশরা সাজে,
পায় না খুঁজে দিক হারিয়ে স্বপ্নে বিভোর যা।
স্বপ্নে বিভোর তোমার আমার সন্ধেবেলা টা।


১৫ নভেম্বর, ২০২০
বগুড়া, বাংলাদেশ