সুখের দিনে শখ জেগেছে
রং ধরেছে মনে,
রাজায় করবে বিশ্ব ভ্রমণ
ভ্যান গাড়িতে চড়ে।


রাজার হেন কর্ম দেখে
বলছে সবাই পাগলামি,
বুড়ো পাগলে মুচকি হাসে
পাগলামি যে ন জানে।


শখের বশে পাগলামি ভাই
নয় সে তো আজ এমনিতেই,
হেলছে রাজা দুলছে রাজা
বুড়ো পাগলের ভেলকিতেই।


ভেলকিবাজির শ্রেষ্ঠ গুরু
বলছে ডেকে বারংবার,
কোথায় গেলি মহান রাজা
সবক নিবি নাকি আমার।


মহান রাজার কারখানা তে
হচ্ছে রেকর্ড পাগলামির,
বছর গেলেই রেকর্ড ভাঙ্গে
রেকর্ড হবে রপ্তানি।


রেকর্ড ভাঙ্গার ঝংকারে তাই
বাড়ছে রাজার ভীমরতি,
মরার আগে একটু রঙ্গ
করলাম নাহয়, কী ক্ষতি?


রাজার এহেন ভীমরতিতে
খুলল কপাল ভ্যানওয়ালার,
মহান রাজার দর্শণ মেলে  
এমন কপাল কয়জনার।

আকাশপানে তাকিয়ে সে তাই
ছাড়ছে শুধু দীর্ঘশ্বাস,
দর্শণ পেলাম মহান রাজার
স্বপ্ন! নাকি অবিশ্বাস?