তুমি আমি আর আমরা থাকি
রুপকথার এই দেশে,
সুখ- দুঃখ  ভালোবাসা
আর জটিলতায় মিশে।


মাথার উপর সূর্য যখন,  
খাঁ খাঁ এই রদ্রুরে
ঘুমায় চালক বন্ধ বাসে
রাজপথের উপরে।


কারনটা কী? বলতে মানা!
আমি সাধারণ প্রজা,
রাজা বেরোবেন রাজকার্যে
তাড়াও  পথের বোঝা।


আমার রাজ্যের আমিই দেবতা
আমিই যে তার স্বামী,
আমার সাথে চললে প্রজা
হয়না কী সে বদনামি?


রাজার প্রিয় দেশপ্রেমিকরা হায়
করিয়া ধন চুরি,
ঘুড়িয়া বেড়ায় দেশ বিদেশে
চড়িয়া দামি গাড়ি।


তবুও রাজার সুনাম অশেষ
ভুতুড়ে বঙ্গদেশে,
এমন সুনাম যেনো না ছড়ায়
কভু রূপকথারও দেশে।