তুমি গেঁথেছিলে  দুই মনের মালা
খোঁপায় দিবে বলে।
জানি গাঁথলে মালা বিনি সুতোয়
যায়না কভু জলে।


তুমি হেসেছিলে সেদিন মিষ্টি করে
গল্প বলার ছলে।
তুমি এসেছিলে মন মন্দিরে মোর
অঞ্জলি দিবে বলে।


তুমি গাইতে যে গান মধুর সুরে
ভ্রমর কুঞ্জ বনে।
আমি যাইনি ভুলে গাই যে সে গান
মনের সংগোপনে।


তুমি হেঁটেছিল মোর সঙ্গে  সেদিন
হাট খোলার ঐ পথে।
আমি এখনো চলি সে পথ ধরে
শূন্যতাকে নিয়ে সাথে।


তুমি বললে সেদিন বাধবে যে ঘর
আসুক যতই ঝড়।
আমি যাইনি তোমার হাতটি ছেড়ে
হইনি এখনো পর।


২০/১০/২০২০
বগুড়া, বাংলাদেশ।