তব প্রতীক্ষায়;
কাটেনা মোর নিরালা সময়
উচাটনে বেলা বয়ে যায়  
তমসার ঘনঘটা মনে,
কবে আসবে তুমি
প্রাণটা শীতল হবে।


তব প্রতীক্ষায়;
কত রক্তিম সূর্য হলো অস্তমিত
কত সৌম্য আচার হলো বন্য
অশ্রুত রয়ে গেছে বসন্তের গান
তোমার বিহনে আমি নগণ্য।


তব প্রতীক্ষায়;
শুকিয়ে গেলো শত ফুল
প্রত্যহ করি প্রার্থনা,
পাইনি সুবাস তোমার
এ কেমন গন্ধবহ প্রিয়
তবে কি তুমি আসবে না?