এই সংসারে কে বা ধনী,
কে বা প্রজা কোন রাজার?
কার কী ছিল?  নিয়ে এলো,
নিঃস্ব ছিল জগৎ যার।


এই অপরূপ সাত মহলা
থাকবেনা তো জীবনভর,
অহংকারে করছ বৃথাই
পরকে আপন, আপন পর।


নিত্য নতুন রঙে - ঢংয়ে
সাজাও সোনার অঙ্গ আজ।
রঙ ফোরালে সঙ ছুটিবে
বোধোদয় টা প্রাধান কাজ।


মুক্ত করো হৃদয়টাকে পঙ্কিলতা হেরি।
নোংরা যত রুচির বিলাস,
ক্রোধ-অপমান,দ্বেষের বিনাশ;
ছিন্ন করে সকল বাধা, শৃংখলতার বেড়ি।