শিশির কেন মিলিয়ে যায়
রোদের ছোঁয়া পেলে,
রোদ টা কেন হারিয়ে যায়
সুভ্র মেঘের তলে?


মাছির কেন ছয়টি পা
আর মাকড়সাতে আট,
ঝুঁটি কেন কাকাতুয়ার
মাছরাঙাতে ঠাট?


পিঁপড়ে কেন ক্ষুদ্র হলেও
নাকটা তাহার বড়,
সাপের ভয়ে ব্যাঙটা কেন
হচ্ছে জড়সড়?


ফুল টা কেন গন্ধ ছড়ায়
ফল টা কেন পাকে,
মৌমাছিরে কে বা শুধায়
অলি হয়ে আসে?


ব্যাঙের কেন গলা ফুলায়
আষাঢ় মাসের জলে,
কেঁচোর কেন ত্বক টা লাগে
ফুসফুসেরই স্থলে?


পশু কেন পোশাক ছাড়া
লজ্জা কি তার নেই,
মানুষ কেন বয়স মাপে
লজ্জার নিক্তিতেই?