এখনো বৃষ্টি হয় বাতায়ন পাশে
এখনো সে কাঁচ গুলো ঝাপসা হয়ে আসে
শূণ্য ব্যালকনিতে তুমি নেই আজ
আছে শুধু তোমার ঐ স্পর্শ ।


তবু আমি জেগে রই
তোমার স্পর্শ নিয়ে
বৃষ্টির ছোঁয়া থেকে দূরে
ভালো থেকো মোহিনী
আমিও থাকবো ভালো
হাজার লক্ষ কোটি বর্ষ ।


এখনো কেটে যায় নির্ঘুম রজনী
কতো ব্যথা কতো সুখ স্বপ্ন,
এখনো তোমায় দেখি রাতের তারার মাঝে
জোনাকির মতো করে   যত্ন।


তুমি আছো মিশে  ঐ বর্ষার বর্ষণে
আছো মিশে পবনের সুরে
এমনি করে রবে তুমি চিরকাল
আমার হৃদয় মন্দিরে।    
  


৪ অক্টোবর, ২০২০
বগুড়া,বাংলাদেশ।