একদিন হেমন্তের আবছায়া অন্ধকারে,
ঘুমিয়ে ছিলাম  হিম কুয়াশার  বুকে -
হটাৎ দোখ চোখ মেলে দেখি-
ডুবন্ত এক নগরীর ঝুলন্ত তোরণদ্বার-
মুখরিত সহস্র অতৃপ্ত প্রেতাত্মার কোলাহলে।
গাইছে গান হাসছে বনের পাখি,
খেয়ালে কেন ভুবে গেলো শশী।
হারিয়ে মন দেখেছো কালের সপন,
কবেকার বিকৃত প্রেমের বাগানে বসে,
হেঁটেছো একাকী বুনো পথে ধরে।
পথহারা পথিকের মতো দাঁড়ালে অবশেষে,
যেখানে দুই পৃথিবী মিশে গেছে।
তোমার আমার দৃষ্টির সীমানা পেরিয়ে,
উঠে ভরা পূর্ণিমার কল্পিত শশী!