জীবনের শেষ হাটের,
কেনা বেচা শেষে -
যখন থামলাম ঘাটে-
এক হেমন্তের রাতে,
বিদঘুটে অন্ধকার পেরিয়ে,
অবশেষে এই আমি-
দাঁড়িয়েছি গঙ্গার তীরে।
বাঁচার জন্য নয়,
ভালোবাসার জন্য নয়,
প্রেমের জন্য নয়,
এসেছি মুক্তি পেতে -
জীবন নামের এই,
দুঃসহ  যন্ত্রণার কারাগার থেকে,
চিরমুক্তির নিশ্বাস ফেলতে এসেছি-
এসেছি নবজন্মের মাতৃ গর্ভে -
বিরাট শিশুর বেশ ধরে!
আবার জন্ম নিবো বলে -
হয়েছি বাতাস হয়েছি জল!
ভুলেছি মোহের তপ্ত দুপুর,
নুয়ে পড়া শেষ গোধূলিতে।
সময়ের প্রয়োজনে মরতে এসেছি,  
করিনা আর কোন ভয়-  
ছেড়ে দিয়ে মনের হাল
এবার চলে যাবো ওপার।