কাকে যেন ভালোবেসে,
হারিয়ে গেছি অন্ধকারে,
কবেকার ফুল বনে,
বসেছিলাম নিরবে নিঃশব্দে!
আলো আঁধারে একাকী,
দেখেছি সহস্র পুষ্পদলে
ফুটে আছে এক,
অদ্বিতীয়া নার্গিস ফুল!
বিস্মিত চঞ্চল মনে,
বার বার দেখি,
ফুলের বেসে সেই,
স্বর্গীয় অপ্সরির মুখ!
যতই দেখি তারে,
ততই বিমোহিত প্রাণে,
দোলা দিয়ে যায়,
ভোরের স্নিগ্ধতার রেশ!
মুগ্ধতার পরম আবেশে,
আমার মতো বাউলের,
তপ্ত সাহারার বুকে,
ঝরে পড়ে অবিরত,
হিমালয়ের নির্ঝর ধারা!
মনের শুপ্ত বাগিচায়,
পাখিরা গায় গান!
কাননের ফুলেরা ছড়িয়েছে,
অনন্ত  রুপের সৌরভ!
আঁধার পৃথিবীতে বুকে,
সহস্র কোটি নক্ষত্রের,
উল্কা পিন্ডের বিজলী,
জগতের অসীম প্রান্তরে,
যেদিকে তাকাই সেদিকেই,
কেবলই সুভ্র মনোহরে,
বিমোহিত আত্মার ধ্বনি!