সময়ের  অদৃশ্য স্রোতে,
জীবনের তরী ভেসে যায় -
জাগতিক মোহের জলে।
বোঝেনা মন তবুও ক্ষণ,
গেয়ে উঠে গান-
যৌবনের জীবনের সংসারের কর্মের।
যদিও কোন একদিন -
থেমে যাবে দেহের কোলাহল,
ঘুমিয়ে রবে চিরতরে -
অন্ধকার মাটির নরম বুকে!
তবুও বিলাসী মন-
এঁকে যায় কল্পনার জগত!
কখনো উড়ে বেড়ায়,
কল্পিত জগতের অসীম প্রান্তরে,
কখনো মলিন হয়ে -
বসে থাকে বাস্তবতার ঘাটে।