হে- বন্ধু হে- নিষ্কলুষ সুন্দর--
খুঁজিয়া দেখ তব অন্তর!
সেখানে কেবলই আমার প্রাণ--
জীবনের  আদি হতে জ্বলিছে অম্লান!
সৃষ্টির ঊষা লগ্নে  তুমি আর আমি---
অভিন্ন সত্তার গভীরে ছিলেম ঘুমি!
তারপর সহসা একদিন বিধি--
হরষিত মনে দিলেন চিঠি!
ভিন্ন উদরে জন্মিতে মোরা--
পেলেম খুঁজে এই ধরা!
সৃষ্টির কি অপার মহা-লীলায়-
তুমি আমি অমোঘ তপস্যায়!
হারিয়ে মানিক ওই পথে --
চলেছি মোরা বিজন রথে!
নবীন রুপ অঙ্গে পেয়ে---
চলিয়াছ তব আঁধার ধেয়ে!
তোমার আমার সৃষ্টির কথা ভুলি--
লভিয়াছ মেকি স্বজনের আাশার বুলি!