ক্লান্ত চরণে থমকে দাঁড়িয়েছি,
জীবনের এই দীর্ঘ পথের শেষে,
ঝরা শেফালির সফেদ ধুলায়,
পদচিহ্ন এঁকে যাই একা!
স্বার্থের পৃথিবীতে কেউ ছিলোনা,
ঘুমিয়ে আমি শব্দের মাঝে-
কেউ হয়না মহাযাত্রার সহযাত্রী!
এই নশ্বর গ্রহে সকলই একা-
মাতৃ ফুলেও ছিলাম একা,
যেতে হবেও তোমাকে একা!
মাঝ পথে সঙ্গের ভণিতায়,
এই মঞ্চে নিত্য অভিনয়!
কেউ হয় বাবা কেউ মা!
কেউ হয় প্রেমিক যুগলবন্দী,
কেউ সাজায় আবেগের পশরা,
কেউ আসে ফুল হাতে!
আসলে কেউ কারও নয়,
কেউ হয়না অন্তিম সঙ্গী!