ঘুমের ঘোরে,
দেখেছিলাম যারে-
আমার স্বপ্ন লোকের দেশে,
ছিলে তুমি সদা মিশে,
আমার চেতনায়,
আমার কল্পনায়,
যেদিকে রাখি চোখের পাতা,
সেদিকে আসে তব বার্তা!
বাতাসের তালে,
জলন্ত অনলে,
শান্ত নিবিড় পৃথিবীর মাটিতে,
যেন শুয়ে প্রকৃতির পাটিতে-
ফুলের মতো,
ঝরো অবিরত,
শুষ্ক মরুভূমির বালির কণায়,
পরশ পেতে সেই কামনায়!
জীবন গেলো,
রাত পোহালো,
আজও আমি দাঁড়িয়ে পথে,
কেউ নাই আমার সাথে!
একা একা,
পেলাম ধোঁকা,
এই জীবনের মাঠে ঘাটে,
প্রেমের পদ্ম না ফুটে-
বিদায় নিয়ে,
ঘুমাবে ভুয়ে-