একাকিত্বের ঘোর অন্ধকার এই আকাশের বুকে,
ভেসে বেড়ায় অসংখ্য বেদনার আধো চাঁদ!
তবুও আলোহীন গ্রহ চেয়ে থাকে অসীমে।
হটাৎ যদি হৃদয় বীণা'র অদৃশ্য তারে,
বেজে ওঠে আগের মতো আবেগের সুর!
যদি মনের আনন্দে গেয়ে উঠে  গান!
যদি সহসা ঝরে পড়ে স্বর্গের সুষমা-
এই তপ্ত সাহারার ক্ষয়িষ্ণু মর্মর পাথরে।
সেই কামনায় মহাকাল জেগেছে কত নিশি -
একদিন ফিরে যাবে  খেয়ালী স্রোতের টানে!
সেদিন বোধের উচ্ছ্বাসে উড়ে যাবে মন,
পথের ধুলায় খুঁজে পাবে শেষ পদচিহ্নের রেখা!
বাতাসের গন্ধ শুঁকে শুঁকে দাঁড়াবো আবার-
তব হৃদয় গাঙের শেষ পার ঘাটে!
অবুঝ শিশুর মতো চেয়ে থাকবো অনন্তকাল,
অপলক চাহুনিতে চেয়ে থাকবো আকাশের দিকে।
যদি কোন এক মাহেন্দ্রক্ষণে ঝরে পড়ে,
তোমার হৃদয় নিংড়ানো করুণার অবিরাম বর্ষণ!