পালংকির এই ব্যস্ত শহরে,
হেমন্তের হিম শিশির মাড়িয়ে,
ক্লান্ত চরণে  থেমে ছিলাম,
আরাকান সড়কের শেষ প্রান্তে।
পথ হারা পথিকের মতো,
ঈষাণ কোনে দাঁড়িয়ে দেখেছি,
যান-বাহনের নিষ্প্রাণ গতি!
দেখি সূদুর আকাশ থেকে,  
নেমে এলো অমানিশার শশী,
মানুষের বেসে এক অপ্সরি!
সহসা যেন ধরার বুকে,
দুলে উঠেছিলো উর্বশীর জ্যোতি,
বিমুগ্ধ সেই রাতের প্রহরে,
অনুভব করেছি  স্রষ্টার সৃষ্টি নিয়ে  
কতটা নিখুঁত সুন্দর করে,
বিধাতা তোমাকে সৃষ্টি করেছেন।
তোমার স্বর্গীয় হাসির ঝংকারে,
রুক্ষ মরু সাহারার বুকে,
জেগেছে জান্নাতের অমৃত সুষমা!