তোমার জাগতিক জীবনের অভিধানে,
দেখেছো কি একবার  কোনখানে,
কষ্ট নামের দুঃসহ যন্ত্রণা!
খুঁজে চলে দুরত্বের মন্ত্রণা,
ভুলিয়েছে সে বাহানা'র শাড়ি পরে -
চলেছে একাকী গভীর অন্ধকারে।
কবেকার শেষ হেমন্তের সকালে,
ধুয়ে গেছে মন আকালে,
এসেছে বিরহের কালো রাত-
ভেসে উঠে বেদনার চাঁদ!
দিন রাত্রির নিস্তব্ধতা ভুলে,
আমারকে নিয়ে সতত খেলে।