এতকাল কি এক উদ্ভট কল্পনায়,
কেবলই তোমার আরাধনা করেছি!
এই দুর্গম গিরি পথে কতটা পথ হেঁটেছি,
তুমি নামের এক কল্পিত নক্ষত্রের খোঁজে!
সেই হিসেবের পাতা আজ ঝরে গেছে,
বাস্তবতার কালবৈশাখী'র তান্ডবে!
কল্প নগরীর সব কিছু যেন আজ,
ধূলিকণা হয়ে মিশে গেছে বাতাসে!
অথচ আমি যেন নিরব নিঃস্তব্ধ!
তোমার ভণিতার মঞ্চে দাঁড়িয়ে,
অনুভব করি সৃষ্টির মহামায়া ছেড়ে,
পথ ভুলে কোথায় যেন হারিয়ে ছিলাম!
এত কাল এত দিন এতটা দীর্ঘ পথ-
সেই কবেকার বিকৃত প্রেমের অন্ধ গলিতে?