পথহারা এক নিশাচর বিহঙ্গের বিলুপ্ত চোঁখে,
একদিন যারে দেখেছি কল্পনার অসীম আকাশে-
হাজার বছর পরে হটাৎ পূর্ণিমার রাতে!
জলন্ত এক ভাস্বর উল্কা পিন্ডর মতো-
উড়ে গেছে অসীম ধুসর মেঘের গভীরে।
কখনো আবার দেখেছি তারে হেমন্তের সকালে,
স্নিগ্ধ শিশির ভেজা সবুজ দুর্বা ঘাসে,
রূপালী সচ্ছ জল বিন্দু হয়ে ঝরে গেছে -
আমার এই শুষ্ক মরু দিগন্তের বুকে!