যারা হারিয়ে গেছো,
এই গ্রহ থেকে -
মুখ লুকিয়ে আছো,
প্রকৃতির পর্দার আড়ালে!
হয়তো গভীর ঘুমে-
এখনো ঘুমিয়ে আছো-
নিথর দেহ পেতে,
মহাকালের  মাটির  শয্যায়।
হয়তো স্বপ্ন লোকে,
ঠিক আমার মতোই-
হটাৎ স্বপ্ন দেখে,
ঘুম ভেঙে যায় -
শরতের শেষ রাতে!
আনমনে চেয়ে দেখো,
দক্ষিণের আকাশের কোলে,
ঝুঁলে আছে এক-
জ্বলন্ত আগুনের ফুল!
তুমি ভেবেই নিলে,
হটাৎ দমকা হাওয়ায়,
ঝরে যাবে বুকে।
সেই ফুলের পরশে,
বদলে গেলো মন-
তখন নিজেকে আবার,
ভাবছো মনে হয়,
এখন তুমি কোনএক,
জীবন্ত মানুষের হাটে!
মানুষের মুখোশ পরে,
ঘুরছো মানুষের ভীড়ে!
ওলি থেকে গলি-
শহর থেকে গ্রাম-
নগর থেকে বন্দরে!
যেখানেই তুমি যাও-
সেখানেই শুনতে পারো-
সহস্র প্রাণের ধ্বনি!
কিন্তু কোথাও যেন-
এক জন প্রকৃত-
মানুষের  গন্ধ নাই,
চারদিকে শুধু হাহাকার।