আমাকে ভুলে যদি তুমি সুখী হও,
তবে ভুলেই থাকো,
আমি সেই ভুলের আলোহীন পথের ধারে,
দাঁড়াবোনা আর কোনদিন!
যদি আমাকে ছেড়ে ভালোই থাকো  তুমি -
তবে উড়ে যাও-
আমার পৃথিবী ছেড়ে দূরের কোন গ্রহে!
জানি যেখানেই যাও-
সেখানেই খুঁজে পাবে আমার আত্মার অস্তিত্ব।
যেদিকেই তাকাবে তুমি -
সেদিকেই দেখবে আমার বিচিত্র  রূপের মনোহর!
ফুলে ফলে বৃক্ষে-
পাতা পল্লবে শাখা প্রশাখা'র নিবিড় অরণ্যে-
মিশে আছি আমিই!
চাঁদ হয়ে যখন আলো ছড়িয়ে দিবো,
তোমার পৃথিবীর বুকে-
চকিত নয়ন তুলে,
মিশে যেও সখী আমার নূরের দেশে।
তারপর আমরা দু'জন,
প্রেমের জলন্ত ধ্রুব তারার বেশ ধরে,,
হারিয়ে যাবো একদিন -
সেই স্বপ্নের অসীম জগতের ধুসর প্রান্তরে।