আমাকে আলো দাও প্রভু --
না হয় এই সাগরের গভীরে,
জীবনের তরী ডুবে দাও!
আমি হারিয়ে যেতে চাই,
অনন্ত কালের গহব্বরে!
হারিয়ে যেতে চাই--
নরকের অতল অন্ধকারে!
হারিয়ে যেতে চাই--
মহাকালের ঘুমের দেশে!
হারিয়ে যেতে চাই--
সীমাহীন ধূসর আকাশে!
হারিয়ে যেতে চাই--
দুরের ওই নির্জন দ্বীপে,
সচ্ছ জলের ঝিনুকের বুকে,
হারিয়ে যেতে চাই --
মনুষ্যত্ব বিহীন এই সভ্যতা ছেড়ে,
মুক্ত বিহঙ্গের মত উড়ে যেতে চাই-
সাদা মেঘের আরও গভীরে,
  তোমার অদৃশ্য সীমানা পেরিয়ে!
দ্বিধাহীন অচেনা শহরে--
নিয়ে যাও বন্ধু  করুনা করে!