হৃদয় আকাশে যেন,
কবিতার মেঘের ঘনঘটা,
তোমার প্রেমের বাতাসে,
জানি বাষ্প হয়ে-
অঝোরে ঝরে যাবে,
আমার এই পৃথিবীতে।
তবুও তোমার দেশে,
প্লাবন হবেনা কোনকালে!
ভাসবেনা মনের তরী,
আবেগের খেয়ালি স্রোতে।
জানি তোমার সাহারায়,
কোন কালে একবার -
বর্ষণ হয়নি করুণার!
তবুও তোমাকেই ভালোবেসে,
আজও চেয়ে থাকি -
চাতক পাখির মতো,
যদি কোন-দিন,
জীবনের পথ ধরে,
ফিরে আসো ঘরে,
সেদিন মহা-আনন্দে-
মিশে হবো একাকার।
তোমার প্রেমের সাগরে -
প্রেমের সাম্পান বেয়ে,
ভেসে যাবো অসীমে।