আমার স্বপ্নে বিভোর হয়ে,
ডুবে দেখো একবার -
খুঁজে পাবে প্রেমের কুড়ি -
যে ফুল ফুটেছিলো একা,
বিরহী অনল সফেদ জলে!
কত জীবনের সাধনায়,
কত জন্ম তপস্যা করে,
অবশেষে পেয়েছি রূপ!
পেয়েছি তোমার দেখা -
কল্প জগতের অসীম আকাশে,
যেন চাঁদ হয়ে,
উদয় হয়েছো সৃষ্টির মাহেন্দ্রক্ষণে।
হাজার বছর পরে,
তোমাকে  আবার দেখবো বলে,
আমিও নতুন রূপে -
জন্ম নিবো পৃথিবীর বুকে!
তৃষ্ণার্ত এক কাক হয়ে,
দাঁড়িয়ে থাকবো এখানে -
বহু বসন্তের মেঘের আড়ালে,
তুমি মিশে থাকবে,
আষাঢ়ের বৃষ্টির জলের ফোঁটায়,
শরতের স্নিগ্ধ কাশফুলে,
শ্রাবণের ঘোর বর্ষার সকালে,
সহসা ঝরে যাবে,
আমার তপ্ত পৃথিবীর বুকে।
সেই কামনা আজও,
বেঁচে আছি এখনো -
তখন বাঁচতে চাই আবার,
যদি ফিরে পাই-
আমার কল্পিত দেবীর ছায়া।
সেই কামনার বাতি জ্বালিয়ে,
বসে আছি এখনো,
পরের জীবনের স্বর্গ সোপানে,
তুমি আর আমি,
পাশাপাশি বসে গল্প আর গানে,
কাটাবো সুখের সময়,
মহা কালের অনাবিল আনন্দে,
থাকবো দু'জন সেখানে।
সেই আশায় সেই ভরসায় -
নিশ্বাস ফেলি এখনো।