একবার চেয়ে দেখো,
ওই কল্পিত পৃথিবী -
ঢেকে গেছে আঁধারে,
অদ্ভুত তিমিরের বুকে,
ঘুমিয়ে আছে প্রেম।
জানি আর কোনদিন -
তুমি জাগবেনা জেনেও,
হেঁটে চলেছি একা-
এই রহস্যময় অন্ধকারে।
যদি পথের শেষে,
আবার ফিরে পাই-
পৌষের ধুসর সন্ধ্যা,
দাঁড়াবো একাকী পথে,
এই বিস্তীর্ণ মাঠে -
হটাৎ চঞ্চল মনে,
উড়িয়ে দিবো তখন,
ভাবনার রঙিন ফানুস।
হয়তো দক্ষিণের বাতাসে,
উড়ে উড়ে একদিন,
মিশে যাবে ওই-
সুনীল আকাশের বুকে।
হারিয়ে যাবে স্মৃতি,
কালের অতল গহ্বরে,
তবুও এই মন-
বিলুপ্ত নগরীর দ্বারে-
মনের আসন পেতে,
কামনার ফুল হাতে,
বসে রবে একা-
জন্ম-জন্মান্তর ধরে।