তুমি কি আমারি মতো,
খেয়ালের বাতায়ন খুলে,
দেখেছো কি ওই পৃথিবী?
গাঢ় নীল অন্ধকারে,
দেখা যায় আলো-
দূরের ওই দ্বীপে,
জোনাকির বেশ ধরে,
নেচে যাও একা-
বাতাসের মৃদু  ছন্দে!
বয়ে যায় রাত-
নতুন ভোরের সন্ধানে,
হয়তো সেদিন  আবার -
প্রেমের পদ্ম হাতে,
দাঁড়াবে সেই ঘাটে-
যে পথে আমি,
এসেছি উর্ধ্ব লোকে
সেই তরী বেয়ে,
তুমিও নিজেকে হারাবে,
জীবনের শেষ বেলা!