কষ্টের এই আঁধার কেটে গেলে,
সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর মতো,
সেই নব জীবনের প্রথম প্রহরে,
ঘুম ভেঙে আবার উঠবো জেগে -
চেয়ে দেখবো নতুন পৃথিবীর বুক।
হয়তো সেদিন হটাৎ মিশে যাবো,
এই বাংলার চিরসবুজ খোলা প্রান্তরে,
এক নিশ্বাসে হেঁটে যাবো বহুদূর!
বিরামহীন সেই অনাগত পথের শেষে,
যদি দেখা হতো তোমার সাথে-
জেনে নিও সেই জীবনের অভিধানে,
তখনই স্বার্থক শব্দের যোগ হবে।