জীবনের এই তপ্ত মরুদ্বীপে,
চলেছি একাকী ঘোর অন্ধকারে,
দূর অজানায় হেঁটে হেঁটে,
থমকে দাঁড়িয়েছি বোধের দুয়ারে।
সময় হলো করুণা করো,
ভালোবেসে এবার ঠাঁই দিবে -
পরম আত্মার গহীন অরণ্যে!
সেই নূরের আলো দেখে,
বহু উর্ধ্বে হারিয়ে যাবো -
নামহীন ভাসমান নক্ষত্রের ভিড়ে।
সেদিন তুমি ফিরে এসো,
সাদা কুয়াশার চাদর জড়িয়ে,
দাঁড়াবে হিমের সাগর কিনারায়।
আমি তখন নাবিকের বেশে-
ভেসে যাবো গঙ্গার জলে।
ডাঙায় তুমি জলে আমি,
দুই মেরু পথের শেষে,
হয়তো আবার দেখা হবে,
দিনের আলো ফুরিয়ে গেলে।
নতুন জীবনের সোনালি উঠানে,
আমরা সবাই স্থীর হবো-
আসামীর বেশে কালের কাঠগড়ায়।