তুমি কি আমার মতন,
কখনো দেখেছো সপন?
গভীর ঘুমের ঘোরে,
চেয়েছো কি পিছনে ফিরে -
যে পথে গেছো চলে,
আমার মায়া ভুলে -
কোন এক দেশে,
নতুন ফুলের বেশে,
জন্মেছো মাটির বুকে,
ভাবছো আছো সুখে!
জাগতিক খেয়ালের বশে,
কবেই গেছো মিশে।
ওই কুহেলির আড়ে,
জীবনের শেষ রবিবারে।
ফেরা হয়নি আর,
দেখোনি আজও তার-
সেই মহত্ত্বের চুড়া,
কেমনে আছে খাড়া,
হাজার বছর ধরে,
এই পৃথিবীর পরে।