যদি আরও কিছু বসন্ত আগে,
দেখা হতো তোমার আমার -
এই অতৃপ্ত  জীবনের উঠানে,
সেই মাহেন্দ্রক্ষণের গোধূলি বেলায়,
অবুঝ শিশুর মতো দৌড়ে গিয়ে,
ঝাঁপিয়ে পড়তাম তোমার বুকে,
একবার নয় দু'বার নয় শতসহস্র বার!
তারপর সন্ধ্যা ঘনিয়ে এলে,
তোমার কমল হাত দুটো ধরে-
এক নিশ্বাসে পাড়ি দিতাম ওই হিমালয়!
যদি আরও কিছু দিন আগে,
দেখা হতো বকুলের এই ছায়া তলে,
তোমার মতো মহা মানবী পাশে পেলে,
অনায়াসে সাঁতার কেটে পার হয়ে যেতাম,
আটলান্টিক মহা সাগরের ওই পারে-
নির্দ্ধিধায় হেঁটে যেতাম তপ্ত সাহারার বুক।
একবার শুধু একবার তোমার সঙ্গ পেলে,
জীবনের সব মমত্বের বাঁধন ছিঁড়ে,
মুখে নিতাম হেমলক লতার বিষ!  
শারদ শিউলির মতো ঝরে যেতাম,
ভোরের সূর্য জ্বলে উঠার আগে।