যদি বাতাস হতাম,
তবে আমি মেশে যেতাম,
তোমার শ্বাস-প্রশ্বাসে!
যদি ফুল হতাম,
তবে  তোমার বাগিচায় ফুঁটে,
সৌরভ বিলিয়ে দিতাম।
তোমার মনের আনাচে কানাচে,
যদি আগুন হতাম,
জ্বালিয়ে দিতাম মোহের খেয়া!
যদি পানি হতাম,
ভাসিয়ে দিতাম মনের তরী।
যদি মেঘ হতাম,
তোমার হৃদয়ের অদৃশ্য আকাশে,
প্রেমের বর্ষণ হয়ে-
ঝরে যেতাম তোমার জমিনে।
যদি পথ হতাম,
তবে সেই পথ ধরে,
হেঁটে যেতে তুমি-
তোমার শরীরের পরশ পেয়ে,
ধন্য হতো জীবন।
কিছুই হইনি বলে,
আজও পড়ে আছি এখানে,
স্বপ্নে কল্পে অদৃশ্যে।