যে মানুষ আমাকে কখনোই,
ভালোবাসেনি নিজের অজান্তে!
অথচ সেই অদেখা নদীর স্রোতে,
ভেসে চলেছি বহুকাল ধরে!
খেয়ালি মনের গভীর আবেগে,
ভেসে চলেছি  শ্যাওলার মতো!
কত দিন কত রাত কত বসন্তের,
সদ্য ফোটা প্রস্ফুটিত গোলাপ -
ঝরে গেছে এই অবজ্ঞার সাগরে!
নির্ঘুম রাতের প্রতিক্ষার প্রহর,
কেটেছে তোমার স্মৃতির ভাবনায়!
ফিরে এসেছি এই ভণিতার মন্দিরে-
অধিকার নাই এই মহাসত্য জেনেও-
আনমনে করেছি প্রেম নিবেদন!
মেঙেছি স্নেহের প্রদীপের শিখা,
চেয়েছি বেঁচে থাকার প্রেরণা!
অজান্তে আনমনে ভুলের মোহে,
বার বার ছুটে গেছি তোমার কাছে!
কি পেলাম বল তোমাকে ভালোবেসে?