যেদিন প্রাণ বায়ু ফুরিয়ে যাবে,
হারিয়ে যাবে জীবনের আলো-
মহা-কালের অনন্ত মাঠে,
আঁধারের সাগরে বিছানা পেতে,
হয়তো ঘুমাবো হেমন্তের সকালে।
শত ডাকাডাকি শত চেচামেচিতেও-
আর কোনদিন জাগবোনা জেনেও,
কোন এক কোকিলের মতো,
দূর থেকে উড়ে এসে,
বসবে সবুজ দুর্বা ঘাসে।
একলা প্রাণে পরান দুলিয়ে,
কাঁদবেনা ঝরা শেফালির মতো।
শুধু নিভৃতের অতল অন্ধকারে,
গেয়ে যাবে মরমী শ্লোক।