আর কতটা আঁধার পেরোলে,
তুমি নামের আলোর  দেখা পাবো?
কতটা কষ্টের মেঘ এই আকাশে জমলে,
কামনার বৃষ্টি হবে?
আর কতটা প্লাবন হলে,
এতটুকু ভিজে যাবে শুষ্ক হৃদয়!
আর কতটা বড় হলে,
জীবন বৃক্ষে ফুটবে শান্তির ফুল!
আর কতটা ক্লান্ত হলে,
দীর্ঘ রাতের পরে প্রভাত হবে!
আর কতটা পথ হাঁটলে,
জীবনে আলোর দিশা পাবো?
আর কতটা গভীরে গেলে,
খুঁজে পাবো তোমার হৃদয় কুঠির!
আর কতটা  অঙ্গার হলে,
তোমার  দৃষ্টিতে মানুষ হবো?
আর কতটা সাধনা করলে,
তুমি আমার আমার হবে?