মনে করো,
বহু জন্ম ঘুরে,
ক্লান্তির অবসাদে,
ঘুমিয়ে ছিলাম অন্ধকারে।
সেই কবে -
হাজার বছর পর,
ভেঙেছে ঘুম -
জেগে উঠেছি আবার!
কোন এক,
ভরা ভাদ্রের পূর্ণিমায়-
দেখেছি সপন,
নব জীবনের ভোরে।
কল্পিত মাঠে,
বয়ে গেছে সেই,
ভাবনার নদী!
যেখানে ডুবে গেছে,
পঞ্চমির চাঁদ,
ভেসে গেছে মন,
ডুবন্ত এই,
শ্বাশত প্রেমের গঙ্গায়!
সেই তটিনীর,
অন্তিম পার ঘাটে,
ঘুমিয়ে আছে,
এক মহা-প্রাণ।
যেদিন তুমি,
বোধের দুয়ার খুলে,
দেখবে ওই-
নিগুঢ় পৃথিবীর রূপ!
খুঁজে পাবে -
মহাবিশ্বের মহাকালের মহাজন,
মিশে ছিলো,
এত দিন ধরে,
হাওয়ার বেশে,
তোমারই হৃদয় মন্দিরে।