আমার এই আঁধার মন্দিরে,
মৃত্যু প্রদীপ জ্বলে উঠুক!
শুধু একবার শুধু একবার -
যমদূত এসে  আহ্বান করুক,
ভবলীলা সাঙ্গ করে এবার,
চলো যা-ই কবর দেশের,
সীমাহীন ধূসর মেঘের পালকে!
মুক্ত বিহঙ্গের মতো আমি,
বিদায়ের অন্তুিম গানে গানে,
হারিয়ে যাবো কালের গহব্বরে!
পারের খেয়া ঘাটে বসে,
তোমার ভণিতার নদীর স্রোতে,
ভাসিয়ে দিবো দেনা পাওনার,
খেয়ালে ফোঁটা প্রস্ফুটিত গোলাপ!