স্বপ্না তোমারে লভিতে দীর্ঘ  জীবনের রথে----
হাঁটিতেছ  এক  মুসাফির হাজার বছর সেই পথে!
এতটুকু ভালোবাসা'র কামনায় কত যাতনা তার---
কত যুগ কত যুগান্তর বসে বসে করিছে পার!
চৈত্রের খরতাপে ঝরে গেছে  হৃদয়ের বাহারি ফুল--
হতাশা'র ঝড়ে ভেসে গেছে  তার কামনার কুল!
জন্মের সাথে কবর দেশে হারিয়ে  ইচ্ছের তরী---
স্বপ্নলোকে খুঁজে চলিয়াছে সহস্র তিমির বিভাবরী!
প্রকৃতির কোলে ভোর আসে নবীন আলো হাতে--
আলোকিত ধরিত্রী'র কোলে দাঁড়াই আশার ছায়াতে!
সারাদিনের ক্লান্তি শেষে ফিরে যায় পাখি নীড়ে --
ভ্রান্তির দহনে হারিয়েছি নিয়তির ঘোর অন্ধকারে!