বিষন্ন আঁধার পেরিয়ে,
থমকে দাঁড়াই -
পার ঘাটের কিনারে,
হটাৎ করে -
কে যেন বলে-
সময় হলো,
জীবনের নৌকায় উঠো।
দেখো ওই-
পশ্চিম আসমানের কিনারে,
উঠেছে কি-
আজ বেদনার ঢেউ,
নিরব আঁধারে।