হায়রে নিয়তি তব পাতানো ফাঁদে--
কত তাপসের প্রাণ নিভৃতে কাঁধে!
বন্দী হয়ে সদা তব অভেদ কারাগারে--
সাধিছে কেবলই তোমার নামের মালা--
খেয়ালের বাতায়নে ভেসেছে সব উজালা!
উদাসী মনে চাহি তব খেয়ালের দুনিয়া--
ক্লান্ত চাহনি দুর হতে কেবলই আসে ফিরিয়া!
কোথা স্বপ্ন কোথা নিশিতের বাঁকা চাঁদ?
ফেরারি মনে নামিলো যেন অমানিশার রাত!
হায়রে দরদী হায়রে তোমার ভালোবাসা!
আপনারে ঋষি করি লভিনু হতাশা!
এই ধরিত্রীর যত প্রেম  যত সুখ-
সবই যেন কল্পনার আকাশে ধুক!
তব খেয়ালি মনের অভিলাষে--
নিত্য উদয় হও ভূবণ চাষে!
কখনো শরতে'র বিচিত্র মেঘের রঙ-
কখনো আষাঢ়ের প্রবল বর্ষণের ঢং!
কখনো  শুনি এই মনে আশার বাণী
কখনো লভি বিমল বনে যাতনার গ্লাণী!
কখনো আসো আলো হয়ে কখনো অন্ধকার--
শীতল -তাপে'র অবিরাম কারবার!
তারই মাঝে আমি যেন কুন্ডলা'র শাখা--
তাই তো আজন্মকালে হওনি মোর সখা!