বন্ধু তোমার ওই,
শ্বাশত সৌন্দর্যের গভীরে,
খুঁজে পেয়েছি সেই,
কল্পিত মুখের প্রতিচ্ছবি!  
এতকাল এতদিন যারে,
খুঁজেছি কল্পনার আকাশে,
ধুসর মেঘের গভীরে,
জল বিন্দুর কণায়!
কত সহস্র শ্রাবণের,
অঝোরে ঝরা বৃষ্টির,
ঝমঝম শব্দের মাঝে!
হেমন্তের সকালে হিম,
দুর্বা ঘাসে র ডগায়,
সচ্ছ স্নিগ্ধ শিশিরে!
খুঁজেছি তোমায়জীবনের,
দীর্ঘ এই পথের,
মাটির শুপ্ত  বালুকণায়!
পালংকির এই সৈকতে,
লোনাজলে ভেসে আসা,
সহস্র কোটি ফেনায়,
তোমার ঐশ্বরিক সৌন্দর্য,
অনুভব করেছি মুগ্ধতায়!