জীবনের এই ক্ষণিকের উঠানের কোনে,
জ্বেলেছি কামনার এক সন্ধ্যা প্রদীপ।
জানিনা কখন ফুরিয়ে যাবে তেল,
নিভে যাবে ঈশানের দমকা বাতাসে!
হয়তো আমার বুকে আসবে ফিরে,
প্রাচীন সভ্যতার অদৃশ্য দুয়ার খুলে,
অসভ্যতার নরক যন্ত্রণার আগুনের লাভা!
তপ্ত হবে এই বিস্তৃত বুনো পথ।
হয়তো কোন ঘোর শ্রাবণের বর্ষায়,
ভেসে যাবে যৌবনের পূর্ণ তরী,
দূর থেকে আরও বহু দূরে।
হয়তো আবার ক্লান্তির মহা ঘুমে,
হারিয়ে যাবো সেই অতল গহ্বরে।
ভুলে যাবো নগ্ন ইতিহাসের পাতা!
ভুলে যাবো জীবনের সব কথা,
হৃদয়ে জমানো কল্পিত কবিতার ছন্দ।
মুঁছে যাবে জীবনের যত গ্লাণী,
অনাগত কোন এক হেমন্তের শিশিরে-
হয়তো আবার কালের মাহেন্দ্র ক্ষণে,
জন্ম নিবে এই পৃথিবীর গর্ভে -
ঈসা মুসা কৃষ্ণ গৌতম মোহাম্মদ।
সেদিন আবার এই গ্রহের স্রোতে,
ভেসে যাবে শ্বাশত শান্তির সুষমা।