কতদিন তোমার কণ্ঠ শুনিনা বলে,
বাতাসে কান পেতে থাকি-
যদি কখনো হটাৎ  পুবালি হাওয়ায়-
ভেসে আসে তোমার পদধ্বনি!
শ্রাবণের ঘোর অমানিশার রাতে।
তোমাকেই খুঁজে ফিরে হেঁটে যাই -
জীবনের তপ্ত মাঠ ধরে।
আকুল প্রাণে গেয়ে উঠি গান,
তোমার দেয়া সেই সুরে!
আজও বাজে ভাঙা বাঁশের বাঁশী-
দূর ঘন অরণ্যের গভীরে।