জীবনের রঙ্গিন রঙ্গ মঞ্চে,
হটাৎ কেউ বলে উঠে,
বাউলের সঙ্গে পরিচিত হয়ে,
বড্ড ভুল হয়েছে তার!
জানি না কতটা ক্ষতি হলো?
আনমনে তবুও ফিরে যাই,
তোমার উপেক্ষার গৃহদেবতা হয়ে,
মনের মন্দিরে প্রসাদ বাসনায়,
কখনো শরতের গভীর নিশীথে,
কখনো শ্রাবণের ঘোর অন্ধকারে!
এই ঘৃণার রাজপ্রাসাদের তোরণদ্বারে,
দাঁড়িয়ে থাকি শুধু একবার,
বিকৃত প্রেমের কবিতা শুনবো বলে,
গভীর আবেগে ভেসে যাই,
শ্বাশত বন্ধত্বের অমর স্রোতে!
যতবার রিক্ত হাত বাড়িয়েছি,
বিনিময়ে ততবার ঢেলে দিয়েছো,
অহমিকার কটাক্ষ নীল সরাব!
তবুও এই তাচ্ছিল্যের প্রাঙ্গণে,
বুনে গেছি কামনার বৃক্ষ!
যদি কখনো ঘৃণার বদলে,
প্রেমের সুষমা ঝরে পড়ে,
এই তপ্ত সাহারার বুকে!