আজও গভীর রাতে,
সেই মাটির গন্ধে,
হটাৎ ঘুম ভেঙে যায়-
দূর দূর বুকে,
নিঃশ্বাস ফেলি প্রার্থনায়!
মনে মনে বলি,
হে রহিম রহমান।
কোথায় মিশে আছো?
বাতাসের সুক্ষ্ম জলে,
নাকি এই পৃথিবীর,
অতি গুহ্য রহস্যের,
আড়ালে লুকিয়ে আছো?
আপন শক্তি বলে।
এবার রূপ ধরে,
একবার ফিরে এসো,  
এই ভক্তের মন্দিরে।