আমারি হৃদয় মন্দিরে যে দেবীকে গড়িয়াছি তিলে তিলে--
আজি কেমন করি বিসর্জন দিবো গঙ্গা'র জলে?
অন্ধকার মন্দিরে যে মানবী দিয়াছে আলোক রশ্মি--
দুর প্রবাসে'ঘুমের দেশে স্বপ্না নামের চিরাচরিত শশী!
তারে আমি খুঁজেছিনু নরওয়ে হতে জাপান শহরে---
খেয়ালী মনে সন্ধান করিয়াছি সহস্র জনতার ভিড়ে!
যার পুণ্যময় মুখ আমি দেখিনাই কভু এই ভুবনে---
কেবলই  কল্পলোকে অসীম জগতের দুঃস্বপ্নে!
আশার তরী  ভাসিয়েছি আজন্ম কালের বুকে--
জানিনা কখন যায়রে নিঃশ্বাসের প্রদীপ নিভে!
জীবন সায়াহ্নে হটাৎ এক নিঝুম ঘোর সন্ধ্যা বেলা -
দুরা-আলাপনে আনমনে ভাসিয়াছিলাম মনের ভেলা!
বিচিত্র মুখের আড়ে সহসা পেলেম খুঁজি কামনার চাঁদ--
হেরিয়া চমকিত হৃদয় প্রাঙ্গণে আসিলো স্বপ্নের রাত!
ফাল্গুনের জোৎস্না ভরা সুনীল গগনে নক্ষত্রের মেলা-
  মহানন্দে তারকা'র দল করিয়াছিল মিলনের খেলা!
অন্ধকারে সুদুর মঙ্গল গ্রহ হতে  দুর্লভ কোহিনূর ---
বাজাইতে শ্বাশত প্রেমে আর বিরহের সুর!